আমদানি নীতি আদেশের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

ফানাম নিউজ
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৭

‘আমদানি নীতি আদেশ ২০২১-২৪’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই চুক্তির খসড়া অনুমোদনের কথা জানান।

পরের তিন বছরের জন্য প্রণীতব্য আদেশটিতে দেশের আমদানি বাণিজ্য কোন মানদণ্ডে চলবে সেটার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

নীতি-আদেশটি মন্ত্রিপরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়। এটি অনুমোদন পাওয়ায় এখন গেজেট জারির মাধ্যমে তা কার্যকর হবে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি নীতি আদেশে বিদেশ থেকে পুরনো কাপড় আমদানির পথ কিছুটা কমিয়ে আনার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা রক্ষায় এটি করা হয়েছে। রফতানি বাড়ানোর কৌশল হিসেবে আমদানি নীতি আদেশটি আগের যে কোনও আদেশের তুলনায় সহজ করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন