সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট চলছে, ইভিএমে নয়টিতে

ফানাম নিউজ
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০

সপ্তম ধাপে আজ সোমবার ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে নয়টি ইউপিতে। এবারের নির্বাচনে ইতিমধ্যে ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এদিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গতকাল রোববার রাতে মারা যান। এ জন্য ভানী ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম। গতকাল রাত ১১ টায় গণবিজ্ঞপ্তি জারি করে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে দেবীদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে ভোট হচ্ছে।

প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত সব কটি ইউপি নির্বাচনে মারামারি, সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এমনকি নির্বাচনের আগে–পরেও সহিংসতায় প্রচুর প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত নির্বাচনী সংঘাতে সারা দেশে ৯৮ জন নিহত হয়েছেন। এসব সংঘাত, সহিংসতার ঘটনা বেশি হয়েছে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে সহিংসতা তুলনামূলক বেশি হয়েছে। এ দুই ধাপে মারামারি, সংঘর্ষে যথাক্রমে ৩০ ও ২৬ জন নিহত হয়েছেন। প্রথম ধাপে দুই ভাগে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ভাগের নির্বাচন হয়েছে গত সেপ্টেম্বর মাসে। মূলত তখন থেকেই সারা দেশে নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতি দেখা দেয়। প্রথম ধাপের নির্বাচনে সংঘাতে ৫ জন, চতুর্থ ধাপে ১০, পঞ্চম ধাপে ২৩, ষষ্ঠ ধাপে ২ ও সপ্তম ধাপে ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোট হয়। গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৭, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টিসহ মোট ৩ হাজার ৯৭৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো