নিহত সেনা সদস্য হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

ফানাম নিউজ
  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৭

বান্দরবানে জেএসএস সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকার সেনা নিকেতনের আঙিনায় তার মরদেহ দাফন করা হয়।

সন্ধ্যা পৌনে ৭টায় বহালগাছিয়া যুবক হাউজিংয়ের বালির মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে নিহতের মরদেহ পটুয়াখালী স্টেডিয়ামে পৌঁছায়।

এর আগে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর একটি টহল দলের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মারা যান।