নাটোরে চিরনিদ্রায় শায়িত হিমেল

ফানাম নিউজ
  ০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩১

ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নাটোর সদর উপজেলার কেন্দ্রীয় গাড়ীখানা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, হিমেলের আত্মীয়স্বজন, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় হিমেলের মরদেহ চারুকলা অনুষদে নিয়ে আসা হয়। সেখানে সকাল ১০টা পর্যন্ত রাখার পর তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে রাখা হয়। এক মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ শেষে সাড়ে ১০টায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়।

এর এগে মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়া ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচার দাবি করা হয়।

সূত্র: জাগো নিউজ