কোনো বিচারপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন: রাষ্ট্রপতি

ফানাম নিউজ
  ৩১ জানুয়ারি ২০২২, ০৮:৩৪

দেশে কোনো বিচারপ্রার্থী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও এ পেশা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলার নবনির্মিত ১২ তলা আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষ আপনাদের কাছে আসে তাদের সমস্যার সমাধান ও ন্যায়বিচার পেতে। তাই তারা যাতে কোনোভাবে হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত সময়ে রায় প্রদানের উপায় বের করতে হবে। দেশে শুধু আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা সবার লক্ষ্য হওয়া উচিত।

বিচার কাজে সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, এরই অংশ হিসেবে কিশোরগঞ্জে অত্যাধুনিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

আইন মন্ত্রণালয়ের অর্থায়নে ৫১ কোটি টাকা ব্যয়ে ১২ তলা কোর্ট ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ। প্রাথমিক পর্যায়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ ভবনের সাতটি ফ্লোরের কাজ শেষ হয়েছে।

অপরদিকে ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির জন্য ৯ তলা ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভবন’ নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৭ কোটি ৩১ লাখ টাকা।