কোটি টাকার অনিয়ম করেছেন সুজন সম্পাদক : সিইসি

ফানাম নিউজ
  ২৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে ১ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সূত্র: আরটিভি

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন তিনি।

এ সময় শামসুল হুদা কমিশনের সমালোচনায় তিনি বলেন, সাংবিধানিক ব্যত্যয় ঘটিয়ে ৬৯০ দিন পর নির্বাচন করেছিলেন তারা। বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। তাই কিসের ভিত্তিতে বদিউল আলমকে কমিশনে কাজ দিয়েছিলেন সাবেক সিইসি শামসুল হুদা সেই প্রশ্নও তুলেছেন সিইসি নূরুল হুদা।

সিইসি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাকালীন কারও কাছে অবনত হননি তিনি। এছাড়া ৪২ বিশিষ্ট নাগরিক যে অভিযোগ করেছেন সেটিও সত্য নয়।