সাবেক সিইসি শামসুল হুদাকে এক হাত নিলেন বর্তমান সিইসি

ফানাম নিউজ
  ২৭ জানুয়ারি ২০২২, ১৩:১৪
আপডেট  : ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৪৩

নির্বাচন ইস্যুতে বিভিন্ন সমালোচনা করায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে একহাত নিলেন বর্তমান সিইসি কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার বিষয়ে মন্তব্য করেন তিনি।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বর্তমান কমিশনের সমালোচনা করেন, অথচ তিনি আইন লঙ্ঘন করে ৯০ দিনের নির্বাচন করেছিলেন ৬৯০ দিনে। তিনি নিয়ম বহির্ভূতভাবে অনেক কাজ করেছেন দায়িত্বে থাকা অবস্থায়।

সাবেক সিইসি শামসুল হুদার বিষয়ে তিনি আরও বলেন, আপনারা ৬৯২ দিন পর নির্বাচন করেছেন। আর আমাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়েছে। আপনাদের সংবিধান লঙ্ঘন করার এ অধিকার কে দিয়েছিল। তখন তো ইমার্জেন্সি অবস্থা ছিল। ইমার্জেন্সি অবস্থার মধ্যে আর রাজনৈতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করার পার্থক্য আছে।

সিইসি নুরুল হুদা বলেন, বন্দুক মাথায় রেখে একটা নির্বাচন করা যেতে পারে। চিরদিন সেটা হতে পারে না। রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন করা কঠিন। কিন্তু সম্ভব। আর এটাই একমাত্র পথ।