শিরোনাম
লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে কুচকাওয়াজে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি সামরিক কন্টিনজেন্ট। অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সামরিক কন্টিনজেন্টটি আজ সোমবার দেশে ফিরবে।
সোমবার (৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ৬ মে লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়। বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রায় ২ হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথি এ রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ছাড়াও ৪০টি দেশের প্রায় ৪০০ জন সশস্ত্র বাহিনীর সদস্য এ কুচকাওয়াজে অংশ নেন।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাদাত মোহাম্মদ হাসানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট এ রাজ্যাভিষেক অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশ নেয়।
অনুষ্ঠান শেষে সোমবার (৮ মে) কন্টিনজেন্টটি বাংলাদেশে ফিরবে বলে আশা করা যাচ্ছে। এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী ও সৌহার্দ্যময় হবে বলে আশাবাদী আইএসপিআর।