শিরোনাম
দেশের ঐতিহ্যবাহী সব খাবার এবং হাজার বছরের বর্ণিল সংস্কৃতির সংমিশ্রণে বৃহস্পতিবার শুরু হচ্ছে মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল, টেস্ট অফ বাংলাদেশ। রাজধানীর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে শুরু হচ্ছে এই ফুড ফেস্টিভ্যাল।
আগামী শনিবার পর্যন্ত চলবে এ ফেস্টিভ্যাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় এর আয়োজন করছে। সার্বিক সহায়তা করছে স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেড।
বুধবার (৩ মে) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ফেস্টিভ্যালের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হবে। এখানে ৪৩টি স্টলে ৩৯টি প্রতিষ্ঠান খাবার পরিবেশন করবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ ফেস্টিভ্যাল।