রাজউক ঝুঁকিপূর্ণ ৪২ ভবনের তালিকা দিলে পদক্ষেপ: তাপস

ফানাম নিউজ
  ০৩ মে ২০২৩, ০৩:৫০

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝুঁকিপূর্ণ ভবনের যে তালিকা করেছে তা আগামী সাতদিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) দেবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তালিকা পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ মে) দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত ডিএসসিসির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজউক এরই মধ্যে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং ১৯৭টি ভবন সংস্কারের সুপারিশ করেছে। এ তালিকা আগামী সাতদিনের মধ্যে রাজউক আমাদের হস্তান্তর করবে।

তিনি বলেন, এ ৪২টি ভবন, সেটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, তা কতদিনের মধ্যে ভেঙে ফেলা যায় এবং ১৯৭টি ভবন সংস্কার করে তা কতদিনের মধ্যে ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়েও আমরা আশু পদক্ষেপ নেবো। এখন থেকে প্রতি প্রান্তিকে আমরা কমিটির সভা করবো।