শেখ হাসিনার সাহসী ও দৃঢ় সিদ্ধান্তের প্রশংসা যুক্তরাষ্ট্রের

ফানাম নিউজ
  ১০ জানুয়ারি ২০২৩, ১৪:৩২

জাতিসংঘে রোহিঙ্গা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবে সমর্থন এবং রোহিঙ্গা গণহত্যাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রশংসা ব্যক্ত করেছে বাংলাদেশ। অন্যদিকে রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় সিদ্ধান্তের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

চারদিনের সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর ফর সাউথ এশিয়া রিয়ার অ্যাডমিরাল এইলিন লওবাশ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাক্ষাৎ করেন। এসময় এ প্রশংসা ব্যক্ত করা হয়।

বৈঠককালে এইলিন লওবাশের গণহত্যা থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি ও আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় সিদ্ধান্তের আন্তরিক প্রশংসা করেন।

এই বৃহৎ জনগোষ্ঠীর দৈনন্দিন চাহিদা পূরণের জন্য প্রচুর সম্পদের প্রয়োজনের কথা উল্লেখ করে, তারা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহায়তার বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া, তারা পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকার সংক্রান্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে মানবিক সহায়তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, উন্নয়ন সহযোগিতা, সমুদ্রবিষয়ক নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ শক্তিশালী করা, সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ৮ জানুয়ারি মার্কিন প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগসহ অন্যান্য সুবিধাদি পরিদর্শন করেন। এছাড়া সোমবার বিকেলে তারা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।