শিরোনাম
রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় দুজন রিকশাআরোহী নিহতের ঘটনার ১৫ ঘন্টার মধ্যে ঘাতক চালককে গ্রেফতার করেছে র্যাব-২। ঘাতক চালকের নাম মো. স্বপন মিয়া (২৬)।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে র্যাব-২ সিনিয়র এএসপি সিনিয়ির সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাসেল স্কয়ার রোডের সামনে কাভার্ডভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটা দুর্ঘটনায় দুজন নিহত হন। কাভার্ডভ্যানটি একাধিক রিকশায় ধাক্কা দিয়ে রাস্তার পাশে পুলিশ বক্সের উপর উঠিয়ে দেয়। এতে নিহত হয় দুই বন্ধু। এ ঘটনায় আরও দুজন আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার প্রেক্ষিতে কলাবাগান থানার পুলিশ অজ্ঞাতনামা চালক ও সহকারীকে আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব-২-এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়।
র্যাব-২-এর এ কর্মকর্তা আরও বলেন, এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে হত্যাকাণ্ডের আসামি ঘাতক কাভার্ডভ্যান চালক মো. স্বপন মিয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার চালক কাভার্ডভ্যানটি আশুলিয়া থেকে গার্মেন্টস পণ্য নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে রাসেল স্কয়ার সিগন্যালে রিকশার ওপর দিয়ে উঠিয়ে দিয়ে রাস্তার পার্শ্বে থাকা পুলিশ বক্সকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুছড়ে দেয়। দ্রুতগতিতে কাভার্ডভ্যানটি চালানোর জন্য গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক দ্রুত কাভার্ডভ্যান থেকে নেমে দ্রুত তেজগাঁও এলাকায় আত্মগোপন করেন। সেখান থেকে র্যাব-২-এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।