শিরোনাম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৩১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে লেখা এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ এ শোক প্রকাশ করেন।
বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনার এবং নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিউলের ইথেওন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।