শিরোনাম
২০ জন নারীকে জয়ী ঘোষণার মাধ্যমে জমকালো আয়োজনে শেষ হলো উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) সামিট- ২০২২।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় উই সামিটের শেষ দিনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পুরস্কার বিতরণের আগে পলক বলেন, যারা আজ অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন, তাদের শুধু সফলতার দিকটা দেখলেই হবে না। যে পরিমাণ পরিশ্রম করে তারা এ পর্যায়ে এসেছেন, সেটাও সামনে আনতে হবে। তাহলে সবাই অনুপ্রেরণা পাবে।
ব্যবসা যদি অর্থনীতিতে ভূমিকা রাখে, তবেই আপনি সফল: পলক
নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কার ব্যবসা আয়তনে কতো বড়, তা নিয়ে পড়ে থাকবেন না। ব্যবসা যদি আপনার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, তবেই আপনি সফল। ‘পুঁজি, প্রশিক্ষণ, প্রগতি ও প্রযুক্তি- এ চারটি ‘প’ সবসময় মাথায় রাখবেন।
ওয়ার্ল্ড ব্যাংকের উই-ফি এর প্রজেক্ট লিড হোসনা ফেরদৌস সুমি বলেন, ব্যবসার ক্ষেত্রে সবসময় আইনগতভাবে সৎ থাকবেন। ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে ব্যবসা হয়তো করতে পারবেন, কিন্তু বড় ব্যবসায়ী হতে পারবেন না।
এ বছর দুটি ক্যাটাগরিতে জয়ীদের সম্মাননা দেওয়া হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য এ সম্মাননা পান অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আজমেরী হক বাঁধন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, গবেষক ড. সেঁজুতি সাহা, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি ও উদ্যোক্তা রুবানা হক, ফুটবল খেলোয়াড় এম এস সাবিনা খাতুন, উদ্যোক্তা সোনিয়া বশির কবির, জেলা প্রশাসক (ডিসি) আনজানা খান মজলিস ও চিকিৎসক অধ্যাপক সায়েবা আক্তার।
উদ্যোক্তা ক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য জয়ী সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান, মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু, সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি, সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয়, রাজিয়া সুলতানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ও উইয়ের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ইমানা হক জ্যোতি প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।