বঙ্গোপসাগরে ২ জাহাজের সংঘর্ষ, নিহত ৩

ফানাম নিউজ
  ১৪ অক্টোবর ২০২২, ১৬:৫৯

বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে দুই লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একটি জাহাজ আরেকটি জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজ থাকা নয়জন পানি পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের লাইটার জাহাজডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

তবে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাটসংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।