বাংলাদেশে নতুন কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

ফানাম নিউজ
  ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২

বাংলাদেশে নতুন কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখান তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন দেশে মূল্যস্ফীতি হয়েছে। এসব কারণে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে করোনা মারামারি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বহুপাক্ষিকতাবাদ, টেকসই আবাসন, নিরাপদ এবং নির্ভরযোগ্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের বিষয়গুলো তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হবে। আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছাবে। নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভ্রমণ করবেন। নিউইয়র্কের সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।