শিরোনাম
বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিক এ বছরই মুক্তির আশা করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎকালে হাছান মাহমুদ এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ কাজ শেষ। প্রধানমন্ত্রী দেখার পর চলচ্চিত্রটি চূড়ান্ত হবে করে সেটি মুক্তি পাবে।
বিক্রম দোরাইস্বামীর অবস্থানকালে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের বন্দর ব্যবহার করে আমরা অন্য দেশেও রপ্তানি করতে পারবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ নিবিড় ও মজবুত হচ্ছে। এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশ্বাস করি।