রানি এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ফানাম নিউজ
  ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাতে রানির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই তারা শোক প্রকাশ করেন।

পৃথক বিবৃতিতে রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রিটে‌নের ই‌তিহা‌সে দীর্ঘতম সম‌য় ধরে সিংহাসনে থাকা রানি এ‌লিজা‌বেথ আ‌লেক্সজান্দ্রা মে‌রি উইন্ডসর ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্প‌তিবার বি‌কে‌লে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে) মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।  মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় তিনি চি‌কিৎস‌কদের তত্বাবধা‌নে ছি‌লেন। স্কটল্যান্ডের এবার‌র্ডিনের কা‌ছে বাল‌মোরা‌লে তার স্ক‌টিশ এস্টেটে রানি এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন ব‌লে বৃহস্প‌তিবার বা‌কিংহাম প‌্যা‌লে‌সের প‌ক্ষে দেওয়া বিবৃ‌তি‌তে বলা  হ‌য়েছে।