খাদ্য-তেল আমদানিতে নিষেধাজ্ঞা নেই : তৌফিক-ই-ইলাহী

ফানাম নিউজ
  ৩১ আগস্ট ২০২২, ১৪:০২

খাদ্য, তেল ও সার আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্র সফর পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন।

মার্কিন আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজ ও সহকারী আন্ডার সেক্রেটারির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আলোচনায় ফারনান্দেজ বলেছেন, ‘সার-খাদ্য ও তেলের মতো কিছুতে স্যাংশন (নিষেধাজ্ঞা) নেই।’

রাশিয়া ও অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল আমদানির কথা সরকার ভাবছে বলেও জানান তিনি।

জ্বালানি তেলের দামবৃদ্ধি এবং পরে কমানোর বিষয়ে তৌফিক-ই-এলাহী বলেন, এনবিআরের পুরো ট্যাক্স কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই। কিন্তু বাজেট কী করে হবে? তাই ট্যাক্স কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো যথাযথ না।

আন্তর্জাতিক বাজারমূল্যে তেল বিক্রির দিকে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।