বিকালে সংসদ অধিবেশন, শপথ নিচ্ছেন নতুন ডেপুটি স্পিকার

ফানাম নিউজ
  ২৮ আগস্ট ২০২২, ০৯:৩৮
আপডেট  : ২৮ আগস্ট ২০২২, ১০:১১

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সন্ধ্যা ৭টায় নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অধিবেশন শেষ হতে পারে।

উল্লেখ্য, গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে পাস হয় চারটি বিল।