ঢাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার

ফানাম নিউজ
  ২৫ আগস্ট ২০২২, ০৭:৪৯

রাজধানীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ বাধা দেবে না। তবে রাজনীতির নামে আগুনসন্ত্রাস বা গাড়ি ভাঙচুর করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশনা দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, কোনে কোনো রাজনৈতিক দল দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা ইস্যুতে মিথ্যা তথ্য প্রচার করে গণ–অসন্তোষের চেষ্টা করতে পারে। এ ধরনের অপচেষ্টার আগাম তথ্য সংগ্রহ করে তা প্রতিহত করতে হবে।

জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় মোহা.শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশ বাহিনীকে বিব্রতকর করে, এমন কোনো কাজ করা যাবে না। হাজতখানায় আত্মহত্যার সহায়ক তেমন কিছু যেন না থাকে, সে বিষয়টি ওসিদের নিশ্চিত হতে বলেন তিনি। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, মাদক উদ্ধার ও মামলা নিষ্পত্তির বিষয়ে আরও গুরুত্বারোপ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী এখন সরকারি অফিস সকাল আটটায় শুরু হয়েছে। স্কুল শুরুর সময় রাস্তায় গাড়ির চাপ বেশি থাকবে। বাচ্চাদের রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখলেই আমরা অবশ্যই রাস্তা পার করে দেব।’ প্রতিটি স্কুলের ক্লাস শুরু ও শেষের সময় প্রত্যেক থানার ওসিদের টহল পুলিশিং জোরদার রাখার নির্দেশনা দেন তিনি।