শিরোনাম
হবিগঞ্জের চুনারুঘাটের ১৭টি চা বাগানের শ্রমিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সম্প্রতি ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, চা শ্রমিক ভাই-বোনরা বছরের পর বছর নির্যাতন সহ্য করে আসছেন। তারা দীর্ঘদিন ধরে ১২০ টাকা মজুরিতে কাজ করে আসছেন। বর্তমান এ সময়ে ৩০০ টাকা মজুরির দাবিতে তারা চার-পাঁচ দিন ধরে হরতাল করে যাচ্ছেন। অথচ, মালিকপক্ষ কিংবা সরকার থেকে কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না।
তিনি বলেন, আমার বাড়ি যেহেতু হবিগঞ্জের চুনারুঘাটে। এখানে ১৭টি চা বাগান। জেলায় আছে ২৪টি। চা শ্রমিকরা যখনই আন্দোলনে নামে, তখন মালিকপক্ষ তাদের খাবার বন্ধ করে দেয়। যার কারণে, শ্রমিকরা বেশিদিন আন্দোলন করতে পারেন না। এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার এলাকা চুনারুঘাটে ১৭টি চা বাগানের শ্রমিকরা যতদিন আন্দোলন করে যাবে, আমি খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে থাকব।
ব্যারিস্টার সুমন বলেন, আমি চাই না শুধু খাবারের অভাবে এ ধরণের যৌক্তিক আন্দোলন থেমে যাক।
এদিকে মালিকপক্ষ দাবি না মানায় আজও আন্দোলন অব্যাহত রেখেছেন হবিগঞ্জের চুনারুঘাটের ১৭টি বাগানের চা-শ্রমিকেরা।