রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা

ফানাম নিউজ
  ১৬ আগস্ট ২০২২, ১৭:৪৫

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের সমস্যা সমাধানে আমরা রাশিয়া থেকে তেল কিনবো। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না।

ক্রেন দুর্ঘটনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় পাঁচজন নিহতের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।