উচ্চ প্রবৃদ্ধির দেশে দরিদ্র সরকার দেশ চালাচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

ফানাম নিউজ
  ১১ আগস্ট ২০২২, ১৪:৩৬

উচ্চ প্রবৃদ্ধির দেশে দরিদ্র সরকার দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ‘সাম্প্রতিক সামগ্রিক চ্যালেঞ্জ নিয়ে এসডিজি বাস্তবায়ন’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত দশ বছরে নিজের আর্থিক সংস্থান নিশ্চিত না করার কারণেই অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। যার অনিবার্য পরিণতি ভোগ করছে দেশ। ২০২৪ সাল শেষ হওয়ার আগে এই দুর্যোগ কাটবে না বলে জানান তিনি।

তিনি বলেন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজকে নিয়ে দুর্যোগ মোকাবিলায় নীতি গ্রহণে একটি অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণ সময়ের প্রয়োজন। দেরিতে হলেও সরকার অর্থনীতির অসুখ স্বীকার করে পদক্ষেপ নিচ্ছে সেটি ইতিবাচক।

সরকারের ভিতরেও নীতি সমন্বয়হীনতা দূর করে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান সিপিডির সম্মানীয় এই ফেলোর।