দুবাইফেরত বিমানের ফ্লাইট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ফানাম নিউজ
  ০৪ আগস্ট ২০২২, ১৩:০১

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ ও আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিজানুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চুনতি খলিলুর পাড়ার আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে থানা ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আটক যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণ বার, ১২টি চুড়ি এবং ১২টি লকেট উদ্ধার করা হয়। এতে মোট স্বর্ণের ওজন ৯৯৯ গ্রাম। একই সঙ্গে ১৯টি আইফোন উদ্ধার করা হয়।

তাছাড়া ওই যাত্রীর লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়। আটক হওয়া পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সূত্র: জাগো নিউজ