শিরোনাম
পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
এর আগে এদিন সকাল ৮টায় গণভবন থেকে রওনা হন প্রধানমন্ত্রী। ৯টার দিকে টোল পরিশোধ করে পদ্মা সেতুতে ওঠেন। এরপর সেতুতে গাড়ি থামিয়ে ছেলে-মেয়েকে নিয়ে কিছু সময় উপভোগ করেন তিনি। এরপর জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২-এ প্রায় ৪০ মিনিট বিশ্রাম নিয়ে সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যদের থাকবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বিকালে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।