শিরোনাম
সিলেটসহ দেশের উত্তর-পূর্বাংশে সৃষ্ট বন্যায় ফসলের তেমন কোনও ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, যে ক্ষতি হবে, তা পুষিয়ে নেওয়ার মতো প্রস্তুতি রয়েছে।
রবিবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) এক সেমিনারে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ‘বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কৃষি তথ্য সার্ভিস।
কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে ফসল এখন মাঠে নেই, সিলেটে কিছু আছে। বন্যা কবলিত এলাকাগুলোতে বীজতলা করতে সমস্যা হতে পারে। আউশের কিছু ক্ষতির আশঙ্কা আছে। তবে সেগুলো পুষিয়ে উঠতে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বড় ধরনের কোনও সমস্যা হবে না।’
জাতীয় নিরাপত্তার সঙ্গে খাদ্য নিরাপত্তা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘খাদ্যের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করছে সরকার। এর ফলে কৃষি উৎপাদন বেড়েছে। এখন মঙ্গাপীড়িত এলাকাতেও কেউ না খেয়ে থাকে না।'
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ খাদ্যের ওপর প্রভাব ফেলছে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, গমের দাম বেড়ে যাওয়ায় চালের ওপর চাপ তৈরি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ও বেলারুশ থেকে সার আমদানিও বাধার মুখে পড়েছে। যদিও ভারত শক্তিশালী দেশ হওয়ায় সমস্যায় পড়ছে না। এই 'ডাবল স্ট্যান্ডার্ড' আচরণে আমাদের সমস্যায় পড়তে হয়।
সূত্র: বাংলাট্রিবিউন