শিরোনাম
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী তিন বছরের মধ্যে ১০ লাখ টন ভোজ্যতেল দেশেই উৎপাদিত হবে, যা মোট চাহিদার ৪০ শতাংশ। এ জন্য সরকার একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সচিবালয়ে ভোজ্যতেলের বিদেশনির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বিষয়ক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সভায় জানানো হয়, বর্তমানে ভোজ্যতেলের মোট চাহিদার ১২ ভাগ দেশে উৎপাদিত হয়।
কৃষি মন্ত্রলয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, ‘চলতি অর্থবছরের শেষ দুই মাসে ভোজ্যতেল আমদানির মোট ব্যয় দাঁড়াবে ২৪ থেকে ২৫ হাজার কোটি টাকা। গত অর্থবছরে ভোজ্যতেল আমদানিতে ১৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দাম বেড়ে যাওয়ার বৈশ্বিক প্রেক্ষাপটে চলতি অর্থবছরের গত ১০ মাসে ভোজ্যতেল আমদানিতে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।’
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪ লাখ টন। এর মধ্যে তিন থেকে চার লাখ টন দেশে উৎপাদিত হয়। বাকিটা বিদেশ থেকে আমদানি করতে হয়।’
সূত্র: বাংলাট্রিবিউন