শিরোনাম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে বাংলাদেশ নয় তার দেশ সম্পর্কে প্রশ্ন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে তাদের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করুন, বাংলাদেশ সম্পর্কে নয়। যুক্তরাষ্ট্র আমাদের এই দেশটির উন্নতি করতে ও শাসন করতে বাধ্য নয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় আব্দুল মোমেন এ আহ্বান জানান।
মঙ্গলবার (৩১ মে) মার্কিন রাষ্ট্রদূত ডিক্যাব টকের মুখোমুখি হন। সেখানে বাংলাদেশের নির্বাচন, র্যাবের নিষেধাজ্ঞাসহ অনেক বিষয় নিয়ে পিটার হাসের মন্তব্য চাওয়া হয়।
বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি কি অনুগ্রহ করে মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করবেন কেন তারা তাদের নিজ দেশে এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে পারে না। দ্বিতীয়ত, প্রতি বছর প্রায় এক লাখ লোক নিখোঁজ হয় এবং এমনকি শিশুরা তাদের হিস্পানিক পিতামাতার সঙ্গে পুনর্মিলন থেকে বঞ্চিত হয়।
তারা যদি সংবাদপত্রের স্বাধীনতা চায়, তাহলে রাশিয়ান আরটি টিভি সম্প্রচারে বাধা দিয়েছে কেন? যদি তারা জবাবদিহি চায়, কেন প্রতি বছর এক হাজারেরও বেশি নাগরিককে হত্যা করা মার্কিন নিরাপত্তা বাহিনী/পুলিশের কোনো শাস্তি বা জবাবদিহি নেই, যাদের বেশিরভাগই কালো এবং হিস্পানিক?
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি কেন মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন না— যদি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়, তাহলে কেন তরুণ আমেরিকানরা তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাস করে না এবং তারা খুব কমই ভোট দেয়? কমই কোনো তরুণ আমেরিকান ভোট দেয়। প্রতিটি নির্বাচনে তাদের ভোটের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কেন? এটা কি একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে?
সূত্র: দেশ রূপান্তর