শিরোনাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরেছেন।
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪টা ৯ মিনিটে তিনি সফরসঙ্গীদের নিয়ে টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এর আগে একই দিন বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেন।
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকা থেকে জন্মস্থান টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দুপুর ১২টা ১৭ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এদিকে একই দিন বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন বঙ্গবন্ধুর তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসেরসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি