বিশ্ব পরিযায়ী পাখি দিবস আজ

ফানাম নিউজ
  ১৪ মে ২০২২, ১২:২৫

আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। 

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো 'পরিযায়ী পাখির ওপর আলো দূষণের প্রভাব'।

পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবার দিবসটি পালিত হয়। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে এই দিবস পালন শুরু করা হয়। 

বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূরীকরণই এই দিবস পালনের উদ্দেশ্য। 

পরিযায়ী পাখিদেরকে আগে অতিথি পাখি বলা হত। কিন্তু নিবিড় গবেষণায় দেখা গেছে যে এরা অতিথি নয়। বরং যে দেশে যায় সেখানে তারা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বৎসরের বেশ কয়েকমাস তারা ভিনদেশে বাস করে। বরং তারা নিজ দেশে বাস করে স্বল্প সময়ের জন্য।
 
গবেষকেরা বলছেন, প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়ায় বা আবাসস্থল বসবাসের অযোগ্য হয়ে পড়ায় পাখি কমে আসছে। পাখি কমে আসার নতুন কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দেখা হচ্ছে।

মধ্য ও দক্ষিণ আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান জুড়ে অক্টোবরের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়। যুক্তরাষ্ট্র ও কানাডে মে মাসের দ্বিতীয় শনিবার দিবসটি পালন করা হয়।

সূত্র: আরটিভি