শিরোনাম
‘বিগত কয়েক বছরের মধ্যে এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ হয়েছে’ বলে দাবি করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
সোমবার (২ মে) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ঈদযাত্রায় ট্রেনে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও কোনো ভোগান্তিতে পড়েনি। মাঝখানে কেউ দাঁড়ানো ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়া ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার এনআইডি ছাড়া কেউ টিকেট কাটতে পারেনি। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ ছিল। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।
ঈদের ফিরতি যাত্রাও একই সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সূত্র: আরটিভি