দুই বছর পর জাতীয় ঈদগাহে জামাত, চলছে প্যান্ডেলের কাজ

ফানাম নিউজ
  ২১ এপ্রিল ২০২২, ১৯:০৯

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জন্য প্রতিবছরের মতো এবারো চলছে বাঁশ, কাঠ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ। আগামী ২৬ রোজার মধ্যেই প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি সরজমিন ঘুরে দেখা গেছে, তোড়জোড় চলছে শ্রমিকদের। মাঠে বাঁশের স্তূপ। চলছে খোঁড়াখুঁড়ি ও বাঁশের খুঁটি বসানোর কাজ। কেউ প্যান্ডেলের ওপরের বাঁশ বাঁধাইয়ে ব্যস্ত। কেউ নিচ থেকে ওপরের জনকে হাতে বাঁশ বা দড়ি ধরিয়ে দিতে সাহায্য করছেন। কেউবা আবার গর্ত খোঁড়াখুঁড়িতে ব্যস্ত সময় পার করছেন। এভাবেই নানান ধরনের নির্মাণ সামগ্রী নিয়ে কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছ থেকে জাতীয় ঈদগাহের প্যান্ডেল নির্মাণের টেন্ডার পেয়েছেন মো. মোজাম্মেল হক। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারো একই পদ্ধতিতে ডেকোরেশনের কাজ হচ্ছে। প্যান্ডেলের কাজে কোথাও কোনো পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র গেটগুলোতে পরিবর্তন আনা হয়েছে। বিগত বছরগুলোতে কাপড়ের গেট তৈরি করা হতো। আর এবার ফ্লাই বোর্ডের (প্লাইউড) গেট তৈরি করা হবে। আশা করছি ২৬ রোজার মধ্যেই প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে।

জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

দেশে করোনা মহামারীর ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে দুই বছর ধরে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা করা সম্ভব হচ্ছিল না। এর পরিবর্তে দুই বছর ধরে সরকারী নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।