শিরোনাম
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
গত রাত সাড়ে তিনটার দিকে কোনাপাড়া আড়াবাড়ি বটতলার একটি ৪তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা।
জানা যায়, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়। এসময় তারা তিন জন দৌঁড়ে বাসা থেকে বাইরে বের হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা।
খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তার একটি মুদি দোকান রয়েছে। তাদের গ্রামের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। ভগ্নীপতি আব্দুল করিমের বাড়িও পাশাপাশি।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ এবং তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা আক্তার ও তার মেয়ে ফাতেমাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।