শিরোনাম
রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে এক যাত্রী আহত হন এবং অটোচালক অটোর ভেতর আটকা পড়েন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করেন।
অটোরিকশাচালকের নাম আতিয়ার রহমান (৪৫)। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তির নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম।
তিনি বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা রাজধানীর ফকিরাপুল থেকে উত্তরা ৯ নম্বর সেক্টরে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে সকাল পৌনে ৬টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ওই অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং তার ভেতরে চালক আটকা পড়েন।
ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে চালক আতিয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাত ভেঙে গেছে। এতে একজন যাত্রীও সামান্য আহত হয়েছেন।
সূত্র: জাগো নিউজ