নারীর ক্ষমতায়নে পাইকারি এক্সপ্রেস ফাইজা আয়োজিত মাসব্যাপী বৈশাখী ও ঈদ মেলা 

নিজস্ব প্রতিবেদক:
  ০২ এপ্রিল ২০২২, ১৬:০১
আপডেট  : ০২ এপ্রিল ২০২২, ১৬:৩২

নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রা আরো বেশি গতিশীল এবং প্রতিষ্ঠিত করতে ফানাম গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ‘পাইকারি এক্সপ্রেস ফাইজা’-র আয়োজনে তরুণ ও নারী উদ্যোক্তাদের উৎসাহিক ও অনুপ্রাণিত করার দৃঢ় লক্ষ্যে শুক্রবার (১ এপ্রিল) থেকে বনশ্রী এইচ ব্লকে শুরু হয়েছে মাসব্যাপী বৈশাখী ও ঈদ মেলা। 

নারী উদ্যোক্তাদের ৩৫টি স্টল নিয়ে একই ভবনে দুটি তালায় এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের স্টল ভাড়া মওকুফ করেছে ফানাম গ্রুপ। এছাড়াও বিক্রিত পণ্যের লাভের কোনো অর্থ নেওয়া হচ্ছে না বলে উদ্যোক্তাদের মধ্যে অন্যরকম এক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। 

এ প্রতিবেদকের সাথে কথা হয় কুটির শিল্পের নতুন উদ্যোক্তা অনলাইন ব্যবসায়ী শামসুর নাহার রিমার। তাঁর ব্রান্ডের নাম ‘ফেলিয’। তিনি বলেন, আমি নতুন উদ্যোক্তা, অর্থ সংকটের কারণে এতোদিন কোনো শোরুম নিতে পারিনি। কিন্তু এতোদিনের কাঙিক্ষত সেই সুযোগটা করে দিয়েছে পাইকারি এক্সপ্রেস ফাইজা। এই আয়োজক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে স্টল ভাড়া নিচ্ছে না এবং এই মেলায় বিক্রি করে যা লাভ হবে সেখান থেকে কোনো অর্থ এই প্রতিষ্ঠানকে দিতে হবে না। আমি মনে করি এটি ফানাম গ্রুপের অনেক বড় উদারতা। এই মেলার মাধ্যমে আমার ব্র্যান্ডের প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে। আমি ফানাম গ্রুপ এবং পাইকারি এক্সপ্রেসে ফাইজা’র কাছে অনেক কৃতজ্ঞ। 

লোকোপণ্যের স্বত্ত্বাধিকারী ফাতেমা শাহীন বলেন, সারাদেশের আঞ্চলিক খ্যাতনামা পণ্যগুলো রয়েছে আমার স্টলে। আমার একটি শোরুম থাকলেও আমি মূলত অনলাইনে ব্যবসা করি। কিন্তু পাইকারি এক্সপ্রেস ফাইজা বৈশাখী ও ঈদ উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে যে মেলার আয়োজন করেছে তা সত্যিই অসাধারণ। তাদের এই আয়োজন সত্যিকার অর্থে নারী বান্ধব মন-মানসিকতার বহিঃপ্রকাশ। এই আয়োজন নারী অগ্রগতি এবং ক্ষমতায়নকে আরো বেশি গতিশীল এবং অর্থপূর্ণ করে তুলবে। এক কথায় বলা যায়, পাইকারি এক্সপ্রেস ফাইজা নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত হতে যাচ্ছে। কেননা করোনায় যে একটা ধাক্কা খেয়েছিলাম সেই ধাক্কা সামলে উঠার এটা একটা সুযোগ। এই প্রতিষ্ঠান এতো বড় আয়োজনের জন্য আমাদের কাছ থেকে কোনো অর্থ নিচ্ছে না। কোনো ভাষাতেই কৃতজ্ঞতা প্রকাশ করে এই অবদান শোধ করার নয়। এছাড়া অন্যান্য কয়েকজন তরুণ উদ্যোক্তাদের সাথে কথা বলেন এই প্রতিবেদক। তারাও একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

উল্লেখ্য, এই মেলার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ফারজানা ইয়াসমিন বিপ্লবী। সভাপতিত্ব করেন মাগুরা সরকারি কলেজের প্রিন্সিপাল (অব.) সাহিদা নাজরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য লিপি বেগম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত-৮ এর কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিতু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরা থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিনথিয়া খান।