শিরোনাম
রাজধানীর পোস্তগোলায় আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৭ মার্চ) ভোর ৪টা ২৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, পোস্তগোলার আয়রন মার্কেট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও তিনটিসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এদিকে রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বাজারের কাঠ ও ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ভোররাত ৪টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র: জাগো নিউজ