শিরোনাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার ভোরে ৫টা ৫৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর দলের নেতা-কর্মীদের নিয়ে শহীদদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সকাল থেকেই মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায় স্মৃতিসৌধে। এদিন দিনভর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবেন।
এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ ঘিরে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রতিবারের ন্যায় এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের আগমন উপলক্ষে সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ারসহ বসানোর পাশাপাশি নিরাপত্তার জন্য আগের চেয়ে ফোর্স আরও বাড়ানো হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর