বিরল রোগ ‘এসএমএ’র চিকিৎসা বাংলাদেশে

ফানাম নিউজ
  ২৪ মার্চ ২০২২, ১২:৪৯

শিশুটির যখন পাঁচ মাস বয়স তখন থেকেই তার মাংসপেশি ক্ষয়িষ্ণুতা ধরা পড়ে। এ ক্ষয়িষ্ণুতাকে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (এসএমএ) বলে। এ সমস্যা বাড়তে থাকলে শরীর আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এক সময় মৃত্যু তাকে গ্রাস করে। এই বিরল রোগের চারটি ধরন। টাইপ ওয়ান বাচ্চাদের মধ্যে দেখা দেয়। শুরুতে এ রোগের চিকিৎসা না হলে দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এমন একটি রোগের চিকিৎসা শুরু করেছেন কয়েকজন চিকিৎসক। শিশু হাসপাতাল এবং একটি ওষুধ তৈরিকারক প্রতিষ্ঠানের সহায়তায় চলছে এ চিকিৎসা।

শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক শাওলী সরকার বলেন, দেশে প্রথমবারের মতো এই চিকিৎসা শুরু হয়েছে। বাচ্চাটির বয়স যখন পাঁচ মাস, তখন সে আমার কাছে আসে। তখন থেকেই ওর চিকিৎসার জন্য চেষ্টা করা হয়।

মানুষের শরীরের মাংসপেশির অতিরিক্ত ক্ষয়িষ্ণুতা এসএমএ রোগের মূল লক্ষণ বলে জানান এই চিকিৎসক।

সূত্র: আরটিভি