‌‘ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র’

ফানাম নিউজ
  ২০ মার্চ ২০২২, ১৪:১৮
আপডেট  : ২০ মার্চ ২০২২, ১৪:৩১

রবিবার দুই দেশের অংশীদারিত্ব সংলাপের সূচনা বক্তব্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ‘একযোগে’ কাজ করবে।

এর আগে সকাল ১১ টা ২০ মিনিটে জাতীয় গেস্টহাউজ পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ শুরু হয়।

ভিক্টোরিয়া নুল্যান্ড আরও বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের ফলে যখন গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন হুমকির মুখে, তখন বাংলাদেশকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের অষ্টম অংশীদারিত্ব সংলাপে ঢাকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।

সূত্র: দেশ রূপান্তর