শিরোনাম
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এই জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।
এতে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সিনিয়র আইনজীবীরা।
জানাজায় অংশ নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কর্মময় জীবন দেশের বিচার অঙ্গনে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এ পর্যন্ত যতজন প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে আইন ও মামলা পরিচালনায় বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে।
এর আগে বিচারপতি সাহাবুদ্দীনের মরদেহবাহী কফিনে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
সাবেক এই রাষ্ট্রপতিকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাহাবুদ্দীনের জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।
সূত্র: দেশ রূপান্তর