শিরোনাম
এবার সরকার সয়াবিন তেল ও পাম তেলের আমদানিতেও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করেছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি করবে।
এর আগে ভোজ্যতেলের পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ এবং বিপণন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে সরকার।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় গত কিছুদিন ধরেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপণ্যের সঙ্গে সঙ্গে গত কয়েক মাসে কয়েক দফা বেড়েছে সয়াবিন তেলের দাম।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মনিটরিং সেলের হিসাব মতে, গত পাঁচ বছরে চাল-ডাল, তেল, লবণ, হলুদ-মরিচ, সবজি, মসলাসহ জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় পণ্যের দাম অনেক ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি বেড়েছে।
এই সময়ে সয়াবিন তেলের দাম ৩৮ শতাংশ, আর পাম তেল ৬৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এ পরিস্থিতিতে রোজার আগে বাজার পরিস্থিতি সামলাতে তেল, চিনির মত নিত্যপণ্য আমদানিতে ভ্যাট কমানোর নির্দেশ দিয়েছিল মন্ত্রিসভা।
সূত্র: দেশ রূপান্তর