শিরোনাম
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া।
পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কর্তব্যে অবহেলা ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এনে সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে অভিযুক্ত করে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সন্ধ্যায় থানায় মামলাটি দায়ের করেন।
শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন মামলাটি তদন্ত করবেন বলেও তিনি জানান।
মামলায় ঘটনার তারিখ ০২ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি ২০২২, ঘটনার সময় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেজিস্টার অনুযায়ী বিভিন্ন সময় ও ঘটনার স্থান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দেখানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ২ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি পর্যন্ত সময়কালে গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে যা উক্ত পার্ক এর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান, সহকারী বন সংরক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথসময়ে অবহিত করেননি এবং জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বানের ব্যবস্থা গ্রহণ করা কিংবা থানায় জিডি করেননি। তিনটি মৃত জেব্রার পেট কাটা এবং নাড়িভুঁড়ি বেরিয়ে থাকতে দেখা যায়।
তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানের প্রদত্ত বক্তব্য গ্রহণযোগ্য প্রতিয়মান হয়নি।
এবিষয়ে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি ও সিআইডি কর্মকর্তাগণ কর্তৃক এসব বন্যপ্রাণীর মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ ও পেট কাটার বিষয়ে নিবিড় তদন্তের সুপারিশ করা হয়েছে।
সংগঠিত ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতি হিসেবে মামলায় প্রতিটি জেব্রার মূল্য ১০ লাখ টাকা করে ১১টি জেব্রার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করা হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করে তদন্তক্রমে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রাণীকল্যাণ আইন, ২০১৯ এর ধারা ৬ এবং দণ্ড বিধির ৪২৮ ধারার মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলায় অনুরোধ করা হয়েছে।
রহস্যজনকভাবে সাফারি পার্কের একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেন কর্তৃপক্ষ।
সূত্র: যুগান্তর