বাংলাদেশি ২৮ নাবিক এখন রোমানিয়ায়, মঙ্গলবার ফিরতে পারেন দেশে

ফানাম নিউজ
  ০৬ মার্চ ২০২২, ১৫:২১
আপডেট  : ০৬ মার্চ ২০২২, ১৫:২৬

রবিবার সকালে মলদোভা হয়ে ইউক্রেনে জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার তারা দেশে ফিরবেন।

রবিবার পোল্যান্ড ও রোমানিয়ার কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

জাহাজের তৃতীয় ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ নিয়ে শনিবার দুপুরে তারা ইউক্রেন থেকে মলদোভায় পৌঁছান। আজ সকালে পৌঁছান রোমানিয়ায়।

এর আগে ইউক্রেনে শেল্টার হাউসে থাকা ২৮ নাবিককে প্রথমে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা বিবেচনায় তাদের রোমানিয়া নেওয়ার পরিকল্পনা করা হয়।

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।

তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং করপোরেশন।

তারপরও শেষ মুহূর্তে ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

সূত্র: দেশ রূপান্তর