সাবেক অর্থমন্ত্রী মুহিত ফের হাসপাতালে ভর্তি

ফানাম নিউজ
  ০৬ মার্চ ২০২২, ০৯:২৩

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার তাকে রাজধানী ঢাকার গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন।গতকাল সন্ধ্যায় মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। মুখ দিয়ে কোনো খাবার নিতে পারছেন না। যে কারণে শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এর আগে ২০২১ সালের ২৯ জুলাই মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে ২১ অগাস্ট বাসায় ফেরেন।

এর পর থেকে সিলেটের সাবেক সংসদ সদস্য ৮৭ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন বলে জানান তার ভাই মুয়িয সুজন।

মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।

সূত্র: যুগান্তর