৪৩৭ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট আলাউদ্দিন গ্রেপ্তার

ফানাম নিউজ
  ১৫ জানুয়ারি ২০২২, ১৫:১৫

রাজবাড়ী সদর উপজেলার বরাট থেকে ৪৩৭ বোতল ফেনসিডিলসহ মো. আলাউদ্দিন সরদার (৬৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‍্যাব-৮-এর একটি টহল টিম। সূত্র: আরটিভি

গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ফরিদপুর র‍্যাব-৮। আটককৃত আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলার বরাট ভবদিয়ার মৃত ইয়াছিন সরদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ জানায়, ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্পের একটি টহল টিম ক্যাম্পের উপসহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদরের ভবদিয়া গ্রামের আলাউদ্দিন সরদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৩৭ বোতল ফেনসিডিল মাদক দ্রব্যসহ মো. আলাউদ্দিন সরদারকে আটক করেন।

এ সময় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত একটি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেন এবং তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।

ফরিদপুরে র‍্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।