শিরোনাম
হাফেজ মো.ওয়াহিদুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সূত্র: আরটিভি
বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ে এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এটিইউ বলছে, ওয়াহিদুল ইসলাম নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান।
এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
আসলাম খান বলেন, ‘গ্রেপ্তার ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা থানার মণ্ডলের বাজার কুমুরিয়া হাফিজিয়া মাদরাসার হেফজখানার শিক্ষক। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারী জেলার জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করে আসছিলেন।’
তিনি আরও বলেন, ‘২০২১ সালের ১১ ডিসেম্বর নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেএমবির ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে নীলফামারীর সদর থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়। মূলত এই ৩ জনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজধানী ঢাকা থেকে দেওয়া শাখার অন্যতম প্রধানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় এলাকার অন্যান্য সক্রিয় জেএমবি সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।’