চাকরিচ্যুত পুলিশ সদস্য মাদকসহ আটক

ফানাম নিউজ
  ০৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৪

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রাম থেকে বিপুল মাদক রাখার অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সূত্র: আরটিভি

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ আসামিদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

বিরামপুর থানার অফিসার সুমন কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে সংবাদ পাওয়া যায়, পৌর এলাকার মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য রবিজ উদ্দিনের বাড়িতে মাদক রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে বাড়ি ভেতরে তল্লাশি করে দুই হাজার ৬০০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, মদের বোতল তিনটি ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় রবিজ উদ্দিন (৪২), তার সহযোগী মতিয়ার রহমান (৪৩) ও সজলকে (২২) আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী রবিজ উদ্দিন ১৪ বছর আগে স্ত্রীর মামলার কারণে কনস্টেবল পদ থেকে চাকরিচ্যুত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।