শিরোনাম
দুই মিনিট পর এবার চোখের পলকেই ভুয়া জাতীয়পত্র তৈরির প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল এর সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: আরটিভি
এরআগে বৃহস্পতিবার (২৩ ডিসরম্বর) রাত ৯টার দিকে চট্রগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়ার মিয়া খান মামুনুর রশিদ মার্কেটে থেকে ওই প্রতারককে আটক করে। আটক মো. জুনায়েদুল ইসলামের (২৮) বাড়ি পটিয়া উপজেলার উত্তর কৈয়াগাম এলাকায়। সে মো. ইউনুসের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানিয়েছন, ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ তৈরি করে প্রতারণার জন্য সংরক্ষণ ও বহন করছিল । সে দীর্ঘদিন ধরে সরকারী নিবন্ধনকৃত কোনো প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই স্টেশনারি দোকানে সাইনবোর্ড এর আড়ালে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর নগরীর দক্ষিণ হালিশহরে একটি দোকানে দু মিনিটে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির এক চক্রের সদস্যকে আটক করা হয়েছে।