সেন্টমার্টিন থেকে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

ফানাম নিউজ
  ১৮ ডিসেম্বর ২০২১, ১৬:২৭

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮ শ’ ইয়াবা ও ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়া দ্বীপ সমুদ্র থেকে তাদের আটক করা হয়। সূত্র: আরটিভি

এরা হলেন সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার বাসিন্দা মো. হারুন (৪০), মো. সলিমুল্লাহ (৫০), মো.সফিকুল্লাহ (৩৫), মোহাম্মদ আলী (৬০), মো. হাসেম (২২), মো.হাসান (২২), মো.সফিকুর (৩৫) ও পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদ (৪০)। তারা সবাই জেলে সেজে ইয়াবা পাচার করেছিল।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাকি  জানিয়েছেন,

সেন্টমার্টিন কমান্ডার লে. শাকিব মেহবুবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বোটটি পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৩৪ হাজার ৮০০পিস ইয়াবা ও আনুমানিক ৫ লাখ মিটার কারেন্ট জালসহ আট মাঝিকে আটক করা হয়। জব্দকৃত বোট ও ইয়াবাসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান  জানিয়েছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।